How to Create a Gmail Account. ( Tutorials in Bangla Language)

রবিবার, ১৪ নভেম্বর, ২০১০

জ-মেইলে কিভাবে একাউন্ট করতে হয়ঃ-

ইন্টারনেট আপনি যাই করতে চান সর্বপ্রথমে আপনার দরকার একটি ইমেইল এড্রেস। ইমেইল এড্রেস আপনি ফ্রি করতে পারবেন। বর্তমান বিশ্বে জিমেইল আমার মনে হয় সর্বাধিক জনপ্রিয় ফ্রি ইমেইল সার্ভিস প্রোভাইডার।
শিখে নিন কিভাবে আপনি জিমেইলে ফ্রি ইমেইল একাউন্ট করবেন।

1)       www.gmail.com টাইপ করুন আপনার ব্রাউজার এ। এখানে user name, password, sign in , এই অপশনগুলোর ঠিক নীচে দেখবেন লেখা আছে Create an account, এখানে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে First Name ফিল্ডে আপনার প্রথম নাম এবং Last Name  ফিল্ডে আপনার শেষ নাম টাইপ করুন।
2)      Log In Name Field এ আপনার পছন্দসই একটি নাম টাইপ করে Check Availability  বাটনে ক্লিক করুন। যদি আপনার দেওয়া নামটি আর কারও না থাকে তাহলে আপনাকে কনগ্রাচুলেট করবে আর এ নামটি অন্য কারও থেকে থাকলে আপনাকে অন্য একটি নাম টাইপ করতে হবে।
3)      Choose a password  ফিল্ডে আপনার পাসওয়ার্ড কি হবে তা টাইপ করে দিতে হবে। Re enter password ফিল্ডে আপনার দেয়া পাসওয়ার্ড টি আবার টাইপ করতে হবে।
4)       তারপর আপনানে একটি সিক্রেট প্রশ্ন সিলেক্ট করে তার উত্তর টাইপ করে দিতে হবে । অথবা আপনি আপনার ইচ্ছামত প্রশ্ন ও লিখে তার উত্তর টাইপ করতে পারেন।
5)      তারপরের লাইনে দেখবেন একটি চেক বক্স আছে যেখানে ঠিক মার্ক দেয়া আছে এবং লেখা আছে  Make Google My Default Home Page.  আপনি যদি আপনার ডিফল্ট হোম পেজ হিসেবে Goolge  কে দেখতে চান তাহলে এই ঠিক মার্কটি উঠাবেন না । আমি আমার ডিফল্ট হোম পেজ হিসেবে  Google  কেই রেখেছি।
6)      অন্য কোথাও আপনার আর কোন ইমেইল এড্রেস থাকলে  জবপড়াবৎু ঊসধরষ অফফৎবংং  বাক্সে তাহা টাইপ করুন। অন্যতায় এই জায়গাটুকু খালি রাখুন।
7)      তারপর Crate my Account বাটনে ক্লিক করলে আপনার জিমেইল একাউন্ট তৈরী হয়ে যাবে।
8)      তার পরের পৃষ্টায় Show My Account  বাটনে ক্লিক করলে আপনার ইমেইল একাউন্টে নিয়ে যাবে।
Continue Reading | মন্তব্য

কি করে ইন্টারনেট এ রুজগার করবেন ?

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০


অনেকেই বলে ঘরে বসে অতি সহযে ইন্টারনেটের মাধ্যমে প্রতি মাসে ২৫থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। হ্যা আমরাও একমত। কিছু ক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী লক্ষাধিক টাকা ও আয় করা সম্ভব। অনেকে সফলভাবে নিজের মত করে চালিয়ে যাচ্ছেন তার ইন্টারনেট ব্যাবসা। প্রতিনিয়তই আমরা ইন্টারনেটের বিশাল সম্ভাবনার কথা শুনতে পাই। পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে দেখতে পাই তথ্যের
মহাসমুদ্র ইন্টারনেটে ব্যাবসা বানিজ্য ও আয় রোজগারের অপার সম্ভাবনার কথা।আজকাল পত্রিকায় প্রায়ই দেখা যায় যে, অনলাইনের মাধ্যমে আয় রোজগার করা সম্ভব। এই বিষয়ে বিভিন্ন সেমিনার আর ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। গুগল এ্যাডসেনস, এ্যাডভার্ট, বিডব্রাইট, কিকপে সহ  ইয়াহুর কিছু বিষয়কে এই আয় রোজগারের মাধ্যম হিসেবে ব্যবহার চিহ্নিত করা হচ্ছে। তবে এই ওয়ার্কশপগুলোর অংশগ্রহন ফি প্রতিটির জন্য কমপক্ষে ১০০০ টাকা। একজন ছাত্র বা মধ্যবিত্ত ব্যক্তির ১০০০ টাকার বিনিময়ে একদিনের সেমিনারে অংশগ্রহন করা অত্যন্ত কষ্টকর। বাংলাদেশ সরকারের বড় বড় বুলি। সরকার ইন্টারনেটের ব্যাবহার জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে এবং সহযলভ্য করতে মরিয়া হয়ে উটেছে। সরকারের এই মহৎ উদ্যোগ প্রশংশনিয়। কিন্তু সাধারন জনগন, অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত জনগোষ্ঠীর কি কাজে আসবে এই ইন্টারনেট।এসব বিষয়ে প্রশিক্ষন দিতে সম্প্রতি অনলাইন এ এলরোজগার ডট কম  
Continue Reading | মন্তব্য

??????

জি-মেইল

Entertainment

World News